নির্ধারিত সফর সূচীর একদিন পরে ভুটানের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে দুই দিনের সফরে ভুটান যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র। বুধবার রাতে হঠাৎই বিদেশ মন্ত্রক থেকে সফর বাতিল করা হয়েছে বলে জানানো হয়। ভুটানের পারো বিমানবন্দর এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছিল বলে খবর। তবে একদিন পরেই বন্ধুর কথা রাখলেন তিনি। চলতি মাসেই ভুটানের নতুন প্রধানমন্ত্রী শেরিং তোবগে ভারত সফরে এসেছিলেন। ১৪-১৫ মার্চ দিল্লি সহ একাধিক শহর ঘুরে দেশে ফিরে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীকেও ভুটান সফরে যাওয়ার আহ্বান জানান তিনি। সেই অনুরোধ রাখতেই দেরী না করে ভুটানের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।
PM Modi embarks on state visit to Bhutan
Read @ANI Story | https://t.co/nCr8SVohUu#PMModi #Bhutan #India #IndiaBhutanTies pic.twitter.com/rqzxL6s0cN
— ANI Digital (@ani_digital) March 22, 2024
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ভুটানে ছিল কয়েক দিন ধরেই সাজো সাজো রব। পথের ধারে মোদীকে বিশেষ পোস্টার লাগানো হয় মোদীকে স্বাগত জানাতে। সফর বাতিলের পরে কেন আবার একদিনের মধ্যে এই সফর? বিশেষজ্ঞদের মত ভুটানের পূর্বের চিন ঘনিষ্ঠ সরকার এবার ক্ষমতা ধরে রাখতে পারেনি। নতুন সরকারও যাতে চিনের দিকে ঝুঁকে না পড়ে সে জন্যই মূলত প্রধানমন্ত্রীর তড়িঘড়ি ভুটান সফরে গেলেন বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তাঁর দুদিনের সফরে ভুটানের বর্তমান রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক এবং পূর্বতন চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের সঙ্গে বৈঠক করবেন।এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গেও তাঁর কথা হবে।তাঁর এই সফর নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী।তিনি লেখেন-
' ভুটানের পথে, যেখানে আমি ভারত-ভুটান অংশীদারিত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেব।'
On the way to Bhutan, where I will be attending various programmes aimed at further cementing the India-Bhutan partnership. I look forward to talks with Majesty the King of Bhutan, His Majesty the Fourth Druk Gyalpo and Prime Minister @tsheringtobgay. pic.twitter.com/tMsYNBuFNQ
— Narendra Modi (@narendramodi) March 22, 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার আগে ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতির দৃশ্য।দেখুন সেই ছবি-
#WATCH Paro, Bhutan: Preparation visuals from Paro International Airport ahead of Prime Minister Narendra Modi’s arrival.
Prime Minister Narendra Modi departed for Bhutan this morning. The Prime Minister will be on a two-day state visit to Bhutan on March 22-23. pic.twitter.com/aiE4dETdAq
— ANI (@ANI) March 22, 2024