অযোধ্যা: অযোধ্যাধাম রেলস্টেশন ও মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করতে শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেখানে গিয়ে জনসভায় বক্তব্য রাখার পাশাপাশি একজন উজ্জ্বলা গ্যাস উপভোক্তার (Ujjwala beneficiary) বাড়িতে (residence) গিয়ে চা (tea) পান করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: Ayodhya: অযোধ্যা ধামের উদ্বোধনী বিমানযাত্রা, 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে বিমান থেকে রাম জন্মভূমিতে নামলেন যাত্রীরা, দেখুন
পাশাপাশি বাড়ির বাচ্চা ও বড়দের সঙ্গে খোশগল্পও করতে দেখা যায় তাঁকে। সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া তাঁদের কথোপকথনের ভিডিয়োটি দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশের বাড়ির লোক বলে মনে হচ্ছে অনেক নেটিজেনের। জানা গেছে, যাঁর বাড়িতে প্রধানমন্ত্রী গেছিলেন তিনি ১০ কোটিতম উজ্জ্বলা গ্যাস উপভোক্তা। আর তাঁর নাম মীরা। আরও পড়ুন: Covid Update: বছর শেষে দেশে কোভিড সংক্রমণ ৪ হাজার, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের
দেখুন ছবি ও ভিডিয়ো:
Uttar Pradesh | PM Narendra Modi during his Ayodhya visit visited the house of a Ujjwala beneficiary and had tea at her residence pic.twitter.com/A7X9duuKmA
— ANI (@ANI) December 30, 2023
#WATCH | PM Narendra Modi visited the house of a Ujjwala beneficiary Meera and had tea at her residence, during his Ayodhya visit, earlier today.
Meera is the 10 crore beneficiary of PM Ujjwala Yojana. pic.twitter.com/rJKiUFPGHF
— ANI (@ANI) December 30, 2023