নয়াদিল্লি: ঘৃণ্য ভাষণের ফল! আদালত অবমাননার জেরে তামিলনাড়ু (Tamil Nadu) ও কেরলের (Kerala) ডিজিপি (DGP)-র নামে মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court )। সনাতন ধর্মের (Sanatana Dharm) মন্তব্য নিয়ে বিতর্কের জন্য তামিলনাড়ু এবং কেরালার ডিজিপিদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া (contempt of Court) শুরু করার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে।
এই নিয়ে সম্প্রতি বিতর্তিক মন্তব্য করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। তারপর থেকেই বিতর্ক দানা বেঁধেছে চারিদিকে। এর মাঝেই ঘৃণ্য ভাষণ (Hate Speech) দিয়ে আদালত অবমামনার অভিযোগ উঠেছে তামিলনাড়ু ও কেরলের ডিজিপিদের বিরুদ্ধে। এই মর্মে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। এই বিষয়ে একটি মামলাও দায়ের হয়েছে। আরও পড়ুন: One Nation, One Election: এক দেশ, এক নির্বাচন নিয়ে কমিটির প্রথম বৈঠক ২৩ সেপ্টেম্বর, জানালেন কোবিন্দ
Hate Speech | A plea has been moved in the Supreme Court seeking to initiate contempt of Court proceedings against Tamil Nadu and Kerala DGPs over a controversy on remarks on Sanatana Dharma. pic.twitter.com/2q2iV0BH1J
— ANI (@ANI) September 16, 2023