নতুন দিল্লি, ২১ অক্টোবর: থামছে না। টানা বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Price)। আজও দিল্লিতে লিটার প্রতি পেট্রল ও ডিজলের দাম বেড়েছে ৩৫ পয়সা করে। দিল্লিতে আজ পেট্রলের দাম ১০৬ টাকা ৫৪ পয়সা। আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৭ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১১২ টাকা ৪৪ পয়সা ও ১০৩ টাকা ২৬ পয়সা।
অন্যদিকে, কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের জন্য গুনতে হবে যথাক্রমে ১০৭ টাকা ১২ পয়সা ও ৯৮ টাকা ৩৮ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের নতুন দাম ১০৩ টাকা ৬১ পয়সা ও ৯৯ টাকা ৫৯ পয়সা। আরও পড়ুন: Guidelines for International Travellers: বিদেশ থেকে ভারতে আসতে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক
দেখে নিন কোন শহরে কত দাম:
City | Petrol | Diesel |
---|---|---|
Delhi | 106.54 | 95.27 |
Mumbai | 112.44 | 103.26 |
Chennai | 103.61 | 99.59 |
Kolkata | 107.12 | 98.38 |
Source: Indian Oil |
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।