নতুন দিল্লি, ২ এপ্রিল: ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol And Diesel Price)। দিল্লিতে ৮০ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ১০২ টাকা ৬১ পয়সা। অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯৩ টাকা ৮৭ পয়সা। মুম্বইয়ে পেট্রল ও ডিজেলে লিটার প্রতি দাম বেড়েছে ৮৫ পয়সা করে। বাণিজ্য নগরীতে পেট্রলের নতুন দাম ১১৭ টাকা ৫৭ পয়সা, ডিজেলের নতুন দাম ১০১ টাকা ৭৯ পয়সা।
কলকাতায় ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। লিটারে ৮০ পয়সা ডিজেলের দাম বেড়েছে। নতুন দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৭৬ পয়সা করে। সেখানে পেট্রলের নতুন দাম ১০৮ টাকা ২১ পয়সা, ডিজেলের দাম একই। আরও পড়ুন: Cordelia Cruise Drug Case: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মাদক মামলায় এনসিবি-র সাক্ষী প্রভাকর সেলের
In Chennai, the petrol & diesel prices per litre at Rs 108.21 and Rs 108.21 (increased by 76 paise) and in Kolkata, the price of petrol is Rs 112.19 (increased by 84 paise) and diesel is Rs 97.02 (increased by 80 paise).
— ANI (@ANI) April 2, 2022
ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং টাকা-ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতিদিন জ্বালানির দাম ঠিক করে। পেট্রল ও ডিজেলের দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর হয়।