শাহিনবাগ বিক্ষোভস্থলে পেট্রোল বোমা নিক্ষেপ (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২২ মার্চ: রবিবার রাজধানীর বুকে শাহিনবাগে (Shaheen Bagh) সিএএ-বিরোধী বিক্ষোভকারীরা অভিযোগ করে বিক্ষোভস্থলে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। দেশব্যাপী "জনতা কার্ফু"-র ফলে গৃহবন্দী সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তায় সাড়া দিয়েছে গোটা দেশ। বৃহস্পতিবার সিওভিড -১৯-এর বিস্তার রোধ করার লক্ষ্যে নাগরিকদের তাদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়।

নাগরিকত্ব সংশোধিত আইন, এনআরসি এবং এনপিআর-র বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে কয়েক' শো বিক্ষোভকারী আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়তে প্রতিবাদকারীদের অপসারণের জন্য সুপ্রিম কোর্টেও আবেদন করা হয়। সুপ্রিম কোর্ট এই মামলায়র আগে বিচারাধীন অন্যান্য আবেদনের পাশাপাশি সোমবার শুনানি করবে। আরও পড়ুন, শাহিনবাগে চারঘণ্টার বেশি সময় ধরে আন্দোলন নয়; শিশু ও প্রবীণদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা

শাহিনবাগে (Shaheen Bagh) সিএএর বিরুদ্ধে প্রতিবাদকারী প্রবীণ মহিলারা সিদ্ধান্ত নেন ভাইরাসটির বিস্তার প্রতিরোধ করতে কোনও প্রতিবাদকারীকে চার ঘণ্টার বেশি সময় ধরে বসতে দেওয়া হবে না। বিক্ষোভকারীরা আরও সিদ্ধান্ত নেয় শিশু বা প্রবীণ ব্যক্তিকে এই অধিবেশন থেকে অংশ নিতে দেওয়া হবে না এবং এটিকে 'নীরব প্রতিবাদ' হিসাবে চিহ্নিত করার জন্য কোনও ঘোষণা বা মাইক আন্দোলনস্থলে ব্যবহার করা হবে না।