Allahabad High Court (Photo Credit Wikimedia Commons)

নয়াদিল্লিঃ দামে সস্তা হলেও গুণমান প্রায় শূন্য। উল্টে খেলে বাড়তে পারে বিপদ। শুধু তাই নয় বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি। বাজারে এসেছে এরকমই এক ধরনের রসুন। চিনা রসুন (Chinese Garlic)নামেই পরিচিত এটি। বাজারে এই রসুনের রমরমার খবর কানে যেতেই খাদ্য দফতরের(Food Department) আধিকারিকদের তলব করল আদালত। জানা গিয়েছে, এই ঘটনার বিরুদ্ধে এলাহবাদ হাইকোর্টে(Allahabad High Court ) জনস্বার্থ মামলা করেন আইনজীবী মোতিলাল যাদব। শনিবার বিচারপতি রাজন রায় ও বিচারপতি ওম প্রকাশ শুক্লার বেঞ্চে এই মামলার শুনানি হয়। ২০১৪ সালে নিষিদ্ধ হয়ে যাওয়া এই রসুন ফের বাজারে এল কীভাবে? শুনালিকালে প্রশ্ন করেন বিচারপতি। এরপরই সংশ্লিষ্ট খাদ্য দফতরের আধিকারিকদের তলব করা হয়। এ ছাড়াও এ দিন আদালতে চিনা রসুন এবং ভারতীয় রসুনের গুণাগুণ নিয়েও বিস্তর আলোচনা হয়। পাশাপাশি এই ধরনের ক্ষতিকারক রসুনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি। এই ধরনের রসুন কীভাবে বাজারে আসছে, এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তা জানতে চায় আদালত।

হাইকোর্টে চিনা রসুন নিয়ে হাজির আইনজীবী