হায়দরাবাদ, ১০ ডিসেম্বর: এবার খুনের হুমকি দেওয়া হল পবন কল্যাণকে (Pawan Kalyan)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) উপমুখ্যমন্ত্রীর অফিসে ফোন করে খুনের হুমকি দেওয়া হয় বলে খবর। পবন কল্যাণকে ফোন করে যেমন খুনের হুমকি দেওয়া হয়েছে, তেমনি উপমুখ্যমন্ত্রীকে অশ্লীল টেক্সট মেসেজও করা হয় বলে জানা যায়। আগানটাকুডি থেকে ফোন করে পবন কল্যাণকে খুনের হুমকি দেওয়া হয়। জনসেনা পার্টির তরফে তাদের এক্স হ্যান্ডেলে পবন কল্যাণকে হুমকির বিষয়টি উল্লেখ করা হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে অন্ধ্রপ্রদেশের পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।
তেলুগু (Telugu) সিনেমার জনপ্রিয় তারকা পবন কল্যাণ। অভিনয়ের মাধ্যমে যেমন তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন, তেমনি রাজনীতিতে এসেও মানুষের মনের কাছাকাছি। অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টির সঙ্গে জোট বেধে একযোগে অন্ধ্রপ্রদেশে সরকার গঠন করেন জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ।