বিহারে প্রথম দফার নির্বাচন (Bihar Election 2025) শুরু হতে এখন আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরমধ্যেই বিহারের বিভি্ন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্র, হিসাব বহির্ভূত নগদ টাকা। আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। তারপরেও আটকানো যাচ্ছে না পাচারকারীদের। গত মঙ্গলবার রাতে পাটনা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র এবং নগদ টাকা। তল্লাশি অভিযান চালায় পাটনা পুলিশ। তবে তদন্তকারীদের অনুমান, ভোট সন্ত্রাসের কারণেই এই অস্ত্রগুলি এলাকায় পাচার করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা।
গ্রেফতার পাচারকারীরা
জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় পাটনা পশ্চিম থেকে ৫টি দেশী পিস্তল, একটি ৩১৫ বোরের রাইফেল ও তার ২১ রাউন্ড গুলি, একটি ডবল-ব্যারেল বন্দুক, ৪ রাউন্ড ৯ এমএম গুলি, ৭ রাউন্ড ১২ বোরের গুলি, ১টি কার্তুজ, ১টি মাগাজিন এবং ২৫ লক্ষ ৭৫ হাজার ২২০ নগদ টাকা। এই অভিযানে এখনও পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। যাঁদের মধ্যে ২ জন আত্মসমর্পণ করেছে। ধৃতদের ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে।
বিহারে বিধানসভা নির্বাচন
আগামী ৬ নভেম্বর বিহারের ১৮টি জেলায় ১২১টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। মোট ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে প্রথম দফার নির্বাচনে। প্রথম দফার নির্বাচনে শেষমুহুর্তের প্রচারে ব্যস্ত বিজেপি, জেডিইউ, আরজেডি, কংগ্রেসের মতো দলগুলি। আজ বিকেল ৫টা থেকে শুরু হবে নীরবতা প্রহর