Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ বিদেশ থেকে আগত বিমানে আরশোলা(Cockroaches) ঘটনা জানজানি হতেই শোরগোল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে(Flight) সান ফ্রান্সিসকো (San Francisco)থেকে কলকাতা (Kolkata) হয়ে মুম্বইগামী বিমানে এই ঘটনা ঘটে ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষমাপ্রার্থী এয়ার ইন্ডিয়া যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতেই বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী ফ্লাইট এআই১১৮০ বিমানে দুর্ভাগ্যবশত দুই যাত্রী কয়েকটি আরশোলা দেখতে পান সঙ্গে সঙ্গে আমাদের ক্রুরা তাঁদের সিট পরিবর্তন করে দেন এরপর বিমানটি সময়মতো মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের নিয়মিত ধোঁয়া অপসারণের প্রচেষ্টা সত্ত্বেও, স্থল অভিযানের সময় কখনও কখনও পোকামাকড় বিমানে প্রবেশ করতে পারে। এয়ার ইন্ডিয়া এই ঘটনার উৎস এবং কারণ নির্ধারণের জন্য একটি বিস্তৃত তদন্ত করবে এবং পুনরাবৃত্তি রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। যাত্রীদের যে কোনও অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"

 এয়ার ইন্ডিয়ার বিমানে আরশোলা, ক্ষোভ উগরে দিলেন যাত্রীরা