ভারতীয় রেল (Photo Credits: Getty Images)

হরিদ্বার, ২২ জুন: করোনা-আতঙ্ক দেরাদুন-বাউন্ড জন শতাব্দী এক্সপ্রেসে (Dehradun-bound Jan Shatabdi Express)। গাজিয়াবাদ (Ghaziabad) থেকে উত্তরপ্রদেশে নয়ডা (Noida) যাওয়ার বাসে ওঠেন ওই যুবক। তারপরই ঘটে বিপত্তি। গন্তব্যে যাওয়ার মাঝপথেই ওই ব্যক্তির ফোনে মেসেজ আসে যে তিনি করোনা পজিটিভ। এরপরই ট্রেনে অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সকলেই ওই ব্যক্তির সঙ্গে সামাজিক দূরত্ব মেনে থাকার চেষ্টা করেন।

উত্তরপ্রদেশের একটি ব্যাটারি তৈরির কারখানায় কাজ করেন বছর ৪৮-র ওই ব্যক্তি। গন্তব্য স্থানে পৌঁছনোর মাঝপথেই তিনি করোনা সংক্রমিত হওয়ার খবর পান টেক্সট মেসেজ মারফত। তবে ওই ব্যক্তি আতঙ্কিত হননি ছিটেফোঁটাও। কোভিড-১৯ কন্ট্রোল রুমে খবর দেন তিনি। তবে করোনা পজিটিভ হওয়া স্বত্ত্বেও কীভাবে ট্রেনে উঠলেন ওই ব্যক্তি? সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেলের এক অধিকারক জানান, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এটি। করোনা-পরীক্ষার রিপোর্ট আসার আগেই একজন রোগী কীভাবে ট্রেনে ট্রাভেল করলেন? সেটা নিয়ে গাজিয়াবাদের সংশ্লিষ্ট প্রশাসকের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।

হরিদ্বারে মেলা হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা পজিটিভ ওই ব্যক্তি। তাঁর সহযাত্রীরাও আপাতত মাহেশ্বরি সেবা সদনে কোয়ারেন্টাইনে রয়েছেন।