ভোটের জন্য প্রার্থী কত কিছুই না করতে হয়। ভোট জিনিসটাই এমন। আলিগড় লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী পন্ডিত কেশব ভোটের প্রচারে বেরিয়ে অবাক কাণ্ড করলেন। প্রার্থী কেশব গলায় জুতোর মালা পরে রাস্তায়, ভোটারদের বাড়ি ঘুরে প্রচার চালাচ্ছেন। ভোট প্রচারে নেতাদের ফুলের মালা দেখেই অভ্যস্ত ভোটাররা। কিন্তু কেশব পুরো নিয়ম বদলে দিলেন।
গলায় জুতোর মালা পরানোটা সমালোচিত বা ধিক্কৃত বলেই মনে করা হয়। কিন্তু নিজের নির্বাচনী প্রতীক ভোটারদের সামনে তুলে ধরতে জুতোর মালাই পরলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে লড়ার জন্য আলিগড়ের নির্দল প্রার্থী কেশব পন্ডিতকে জুতো চিহ্ন বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। মানে আলিগড়ে জুতো চিহ্নে ইভিএমে চাপ দিলে তবে তিনি ভোট পাবেন। এই কারণে ভোটারদের জুতোর কথা মনে করাতে তা গলায় পরে নিয়ে প্রচার করছেন কেশব।
এই নিয়ে কেশব বললেন, "জুতো মানুষের অনেক কাজে লাগে। মানুষকে নোংরা থেকে বাঁচায়, অনেক কিছু থেকে রক্ষা করে। আমিও মানুষকে রক্ষা করবো।"আলিগড়ের বাসিন্দারা কেশবের এই জুতোর মালার প্রচারে বেশ আনন্দ পেয়েছেন। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলছেন।
দেখুন ভিডিয়ো
Pandit Keshav, an independent candidate from Aligarh wore a garland of slippers after getting slippers as an election symbol. #NewsMo #slipper #election #polls #LokSabhaElection2024 pic.twitter.com/8zD1LlDwL6
— IndiaToday (@IndiaToday) April 9, 2024
উত্তরপ্রদেশের আলিগড় লোকসভা থেকে এবার টানা তিনবার জয়ের লক্ষ্যে নামছেন বিজেপির সতীশ কুমার গৌতম।