জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা এবং ভারতীয় জনতা পার্টির পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্টজন আজ তাঁকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন।
সামাজিক মাধ্যমে একটি পোস্টে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ বলেন- যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গভীর চিন্তাভাবনা এবং সরলতারজীবনযাপন করেছিলেন। প্রয়াণকালে তাঁর পকেটে মাত্র ৫ টাকাছিল।
উপরাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন-
Pandit Deendayal Upadhyay Ji led a life of profound thought and utter simplicity. At the time of his passing, he had just ₹5 in his pocket. He envisioned a Bharat rooted in culture, driven by compassion, and guided by integral humanism. His life was a testament to Ekatma Manavta… pic.twitter.com/tvUZ0PaVR8
— Vice-President of India (@VPIndia) September 25, 2025
প্রধানমন্ত্রীর সশ্রদ্ধ বার্তা-
পণ্ডিত দীনদয়ালের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী বলেন যে দীনদয়াল ছিলেন ভারতমাতার মহান পুত্রএবং অখণ্ড মানবতাবাদের প্রবর্তক। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন যে তাঁর জাতীয়তাবাদী আদর্শ এবং অন্ত্যোদয়ের নীতি, দেশকে সমৃদ্ধির দিকে পরিচালিত করেছে।
भारत माता के महान सपूत और एकात्म मानववाद के प्रणेता पंडित दीनदयाल उपाध्याय जी को उनकी जयंती पर कोटिश: नमन। देश को समृद्धि की राह दिखाने वाले उनके राष्ट्रवादी विचार और अंत्योदय के सिद्धांत विकसित भारत के निर्माण में बहुत काम आने वाले हैं। pic.twitter.com/Lrj39Nn7wP
— Narendra Modi (@narendramodi) September 25, 2025
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা সহ দলের বহু পদস্থ আজ তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবকঅর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।