Deen Dayal Upadhyay Birth Anniversary (Photo Credit: X)

জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা এবং ভারতীয় জনতা পার্টির পথপ্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্টজন আজ তাঁকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ বলেন-  যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় গভীর চিন্তাভাবনা এবং সরলতারজীবনযাপন করেছিলেন। প্রয়াণকালে তাঁর পকেটে মাত্র ৫ টাকাছিল।

উপরাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন- 

প্রধানমন্ত্রীর সশ্রদ্ধ বার্তা-

পণ্ডিত দীনদয়ালের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী বলেন যে দীনদয়াল ছিলেন ভারতমাতার মহান পুত্রএবং অখণ্ড মানবতাবাদের প্রবর্তক। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন যে তাঁর জাতীয়তাবাদী আদর্শ এবং অন্ত্যোদয়ের নীতি, দেশকে সমৃদ্ধির দিকে পরিচালিত করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা সহ দলের বহু পদস্থ আজ তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবকঅর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।