Representational Image (Photo Credits: Pixabay)

বিদেশি নাগরিকদের থেকে বিভিন্ন উপায়ে টাকা হাতাচ্ছিল বেশ কয়েকটি ভুয়ো সংস্থা। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হরিয়ানা (Haryana) পুলিশ জানতে পারে পঞ্চকুলার আইটি পার্কে গজিয়ে উঠেছে একাধিক ভুয়ো কল সেন্টারের। বুধবার ৩টি সংস্থার অফিসে হানা দিয়ে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৮৫ জনকে। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১২ লক্ষ টাকা। এদের মধ্যে কয়েকজন ভুয়ো সংস্থার প্রধান মাথাও রয়েছে। তবে এই চক্রে আরও কতজন জড়িত রয়েছে, এমনকী আইটি পার্কে এই ধরনের কতগুলি ভুয়ো কল সেন্টার রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার ৮৫ জন

জানা যাচ্ছে, এদিন হরিয়ানা পুলিশের সাইবার সেলের তিনটি টিম সেক্টর ২২-এর ৩টি অফিসে হানা দেয়। এই অফিসগুলি অবশ্য মালিক ছিল ৩ ভিন্ন ব্যক্তি। প্রায় ১৫ ঘন্টা ধরে চলা তল্লাশি অভিযানের পর সংস্থাগুলির পর্দাফাঁস করলেন তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে ৮৫ জন যুবক-যুবতীদের। তাঁদের থেকে উদ্ধার ১৪০টি মোবাইল, ১৫০টি কম্পিউটার সহ একাধিক জিনিস ও নথিপত্র। ধৃতদের মধ্যে অধিকাংশই হরিয়ানার বাসিন্দা।

তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ

পুলিশের তরফে জানানো হয়, বিদেশিদের ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশনের জন্য ফোন করত অভিযুক্তরা। এবং তাঁদের বিভিন্ন লিঙ্ক পাঠানো হত। সেই লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের মোবাইল হ্যা্ক করে টাকা হাতিয়ে নিত। হাওয়ালা ও গিফট কার্ডের মাধ্যমে টাকা পাচার করত অভিযুক্তরা। এভাবে লক্ষাধিক টাকা হাতিয়েছে এই তিনটি সংস্থা। অভিযুক্তদের গ্রেফতারির পরস তদন্ত শুরু করেছে পুলিশ।