নয়াদিল্লিঃ কড়া হাতে সন্ত্রাসের প্রতিবাদ কেন্দ্রের (Central Government)। বুধবার রাতেই পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ছ'দফা সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের নাগরিকদের। পাক দূতাবাসের আধিকারিকদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে দিল্লি ছাড়ার জন্য। আর সেই নির্দেশ মতোই ভারত ছাড়ছেন পাকিস্তানিরা। মূলত ভারতে ঘুরতে এসেছিলেন তাঁরা। আজ, বৃহস্পতিবার পরিবার নিয়ে দেশে ফিরছেন তাঁরা।
ভারতে আর নয়, নিজের দেশ পাকিস্তানে ফিরছেন পর্যটকেরা
সংবাদমাধ্যমের সামনে এক পাকিস্তানি নাগরিক বলেন, "পরিবার নিয়ে ভারতে ঘুরতে এসেছিলাম। আমাদের ফিরে যেতে বলা হয়েছে। তাই দেশে ফিরে যাচ্ছি।" প্রসঙ্গত, বুধবার রাতে বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক সিদ্ধন্ত নিয়েছে বিদেশমন্ত্রক। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। বাতিল করা হয়েছে সমস্ত পাকিস্তানি ভিসা।শউধু তাই নয়, বাতিল করা হয়েছে ভিসার আবেদন। বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-পাক সীমান্ত। দফায় দফায় বৈঠকের পর আজ বৃহস্পতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-পাক সীমান্তে আঁটসাঁট নিরাপত্তা। তৈরি করা হয়েছে সেনা ছাউনি। কয়েক মিটার দূরত্বে মোতায়েন সেনা। সীমান্ত এলাকায় টহল দিচ্ছে ভারতীয় সেনা।
কেন্দ্রের নির্দেশ মতো ভারত ছেড়ে দেশে ফিরছেন পাকিস্তানিরা
#WATCH | After India announced 48-hour deadline for Pakistani nationals currently in India under the SVES visa to leave India, a Pakistani national leaves for his country via the Attari-Wagah border pic.twitter.com/pi1BeZ43H8
— ANI (@ANI) April 24, 2025