Eyewitness in Pahalgam Terror Attack (Photo Credits: X)

দিল্লি, ১৪ জুলাই: গত ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলার মুখে পড়ে পহেলগাম (Pahalgam Terror Attack)। ২২ এপ্রিল পাকিস্তানি জঙ্গিরা (Pakistani Terrorist) পহেলগামে হামলা চালিয়ে পরপর ২৬ জন নীরিহ পর্যটককে খুন করে। পাকিস্তানি জঙ্গিদের নির্মম হত্যালীলার পর ভারত শুরু করে অপারেশন সিঁদূর (Operation Sindoor)। যেখানে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পহেলগামে যেভাবে নীরিহ মানুষকে হত্যা করা হয়, তার প্রতিবাদ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশের তরফে করা হয়। পহেলগামের পর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে অপারেশন সিঁদূর হলেও, সেই ক্ষতে প্রলেপ এখনও পড়েনি। তার মাঝেই এবার আরও একটি ভয়াবহ তথ্য সামনে এল।

পহলেগামে জঙ্গি হামলার প্রেক্ষাপট নিয়ে যে খবর এবার প্রকাশ্যে এল, তা শুনলে চমকে উঠবেন অনেকেই। রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি সেনা কর্তা (Pakistan Govt) এবং রাজনীতিবিদদের সম্মিলিত সিদ্ধান্তের জেরে পহেলগামে হামলা চালায় আইএসআই (ISI) এবং লস্কর-ই-তইবার জঙ্গিরা (LeT)। অর্থাৎ পাকিস্তানি সেনা এবং রাজনীতিবিদদের সম্মিলিত মত নিয়ে সে দেশের গুপ্তচর সংস্থা এবং লস্করের মত কুখ্যাত জঙ্গি সংগঠন পহেলগামে হামলা চালায় গত ২২ এপ্রিল।

আরও পড়ুন: Kashmiri Man Saves Tourist Life Amid Pahalgam Attack: চারদিক থেকে গুলি ছুটে আসছে, আহত কিশোরকে বাঁচাতে পিঠে চাপিয়ে দৌঁড়লেন কাশ্মীরের এই ব্যক্তি, দেখুন

শুধু তাই নয়, পহেলগামে জঙ্গি হামলাকে স্বার্থক রূপ দিতে পাকিস্তান যেন মরিয়া চেষ্টা চালায়। তার জন্য ২২ এপ্রিলের ঘটবায় কোনও স্থানীয় জঙ্গিকে নেওয়া হয়নি। বিদেশি জঙ্গিদের কাজে লাগিয়ে পহেলগামে নির্মম হামলা চালায় পাকিস্তান। যার নিয়ন্ত্রণ সূত্র সম্পূর্ণটাই ছিল পাকিস্তানি সরকারের সদস্য এবং সেনা বাহিনীর হাতে।

পহেলগাম হামলার পর জানা যায়, দ্য রেজিসটেন্ট ফোর্স নামে লস্করের প্রক্সি নেটওয়ার্ক ২৬ জনকে হত্যা করে। কুখ্যাত জঙ্গিদের উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, তার জাল কেটে বেরিয়ে ভারতের উপর হামলা চালাতেই দ্য রেজিসটেন্ট ফোর্সকে ব্যবহার করে পাকিস্তান। এমন তথ্যও উঠে আসে ভারতীয় গোয়েন্দাদের হাতে।

হালিম মুসা ওরফে সলেইমান, আলি ভাই ওরফে তালহা ভাই, এই ২ পাকিস্তানি জঙ্গিই মূলত পহেলগামে মানুষ মারার কাজ সম্পন্ন করে। তবে হালিম মুসা এবং আলি ভাইকে রাস্তা দেখিয়ে, স্থানীয় দোকান, বাজার চিনিয়ে পহলেগাম উপত্যকায় নিয়ে যায় স্থানীয় জঙ্গি আদিল হুসেন ঠোক্কের।

এই ৩ জনের পাশাপাশি পারভেজ আহমেদ জোটদার এবং বশির আহমেদ জোটদার নামে আরও দুই ব্যক্তি ওই পাক জঙ্গিদের কাশ্মীরে ঢোকায় পাকিস্তান সীমান্ত পার করিয়ে। এখন খবরও ভারতের গুপ্তচর সংস্থার হাতে উঠে এসেছে।

আরও জানা যায়, এই পারভেজ এবং বশিরই পাকিস্তানি জঙ্গিদের নিজেদের নিরাপদ আস্তানায় রেখে, তাদের খাইয়ে, পরিয়ে, অস্ত্র সরবারহ করে ২২ এপ্রিল পহেলগাম হামলা ঘটায়। যেখানে ২৬ জন নীরিহ মানুষকে নির্মমভাবে হত্যা করে ওই পাক জঙ্গিরা।

যার উত্তরে গত ৭ মে ভারত শুরু করে অপারেশন সিঁদূর। যে অপারেশনে ভারত ১০০-র বেশি জঙ্গিকে নিকেশ করে। যাদের খাইয়ে, পরিয়ে নির্ভয়ে রাখছিল পাকিস্তান সরকার।