দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, এখনও তাদের ধরতে পারেনি পুলিশ। মঙ্গলবার থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। অনন্তনাগের দুর্গম এলাকাগুলিতে চলছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে প্রশাসন। কারও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তারা অধরা।
এদিকে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করেছে সুরক্ষা বাহিনী। শুক্রবার সকালেই জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়। বান্দিপোরা জেলার আজাসের কুলনার এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং নির্মূল করতে আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
OP KOLNAR, Bandipora
On 25 Apr 2025, based on specific intelligence input regarding presence of terrorists, a Joint Search Operation was launched by #IndianArmy and @JmuKmrPolice in general area Kolnar Ajas, Bandipora. Contact was established and firefight ensued.
Operation is…
— Chinar Corps🍁 - Indian Army (@ChinarcorpsIA) April 25, 2025
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ
Jammu & Kashmir | during exchange of fire with terrorists in Bandipora: J&K Police
— ANI (@ANI) April 25, 2025