Representational Image (Photo Credits: IANS)

পহেলগাম, ৩০ জুনঃ ভূ-স্বর্গে ঘুরতে এসে ধর্ষণের শিকার হলেন এক বৃদ্ধা। জম্মু কাশ্মীরের পহেলগামে (Pahalgam) হোটেলের কক্ষে ধর্ষণ করা হয়েছে ৭০ বছরের এক বিধবা বৃদ্ধা পর্যটককে। ধর্ষণের মামলায় অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে অনন্তনাগের একটি আদালত। বিচারক এই ঘটনার চরম নিন্দা করেছেন। পাশাপাশি ধর্ষণের এই ঘটনাকে বিচারক কেবল একটি অপরাধমূলক কাজ নয় বরং সমাজের 'নৈতিক অবক্ষয়' এবং 'অসুস্থ মানসিকতার' প্রতিফলন বলে অভিহিত করেছেন। কারণ নির্যাতিতা একজন বৃদ্ধা এবং কাশ্মীর ভ্রমণকারী পর্যটক।

চলতি বছরের ১১ এপ্রিল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামের একটি হোটেলে মহারাষ্ট্রের ওই বৃদ্ধা পর্যটককে ধর্ষণ করা হয়েছিল। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি জোর করে মহিলার হোটেল ঘরে ঢুকে পড়ে। তাঁকে কম্বল দিয়ে চেপে ধরে। এরপর তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের জেরে গুরুতর ভাবে জখম হয়েছেন বৃদ্ধা।

পহেলগামের হোটেলে ধর্ষণ করা হল বৃদ্ধা পর্যটককে

অভিযোগের গুরুত্ব, চলমান তদন্ত এবং প্রাথমিক প্রমাণ, অভিযোগকারীর বিবৃতি, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট বিচারে রেখে অভিযুক্ত জুবায়ের আহমেদের জামিনের আবেদন খারিজ করার সিদ্ধান্ত শুনিয়েছে আদালত। অভিযুক্তের জামিনের ফলে তাঁর পালিয়ে যাওয়ার ঝুঁকি, প্রমাণ নষ্ট করার সম্ভাবনা এবং সমাজের উপর বৃহত্তর ক্ষতির সম্ভাবনা রয়েছে, পর্যবেক্ষণ আদালতের।

আদালত জোর দিয়ে আরও জানিয়েছে, 'ভূ-স্বর্গ' হিসেবে কাশ্মীরের ভাবমূর্তি কেবল তাঁর প্রাকৃতিক সৌন্দর্যের উপরই নয়, বরং এর নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের উপরও নির্ভরশীল। আর সেখানে ঘুরতে আসা একজন সম্মানিত অতিথি, একজন বয়স্ক মহিলাকে ধর্ষণ 'অনৈতিকতা এবং অসুস্থ মানসিকতার প্রতিফলন'।