নতুন দিল্লি, ১ এপ্রিল: একাধিক বার বিতর্কের কেন্দ্রে এসেছে পরিষেবামূলক সংস্থা ওয়ো (OYO) ইন্ডিয়া। এবার তারা চর্চায় তাদের কর্মীদের বিনামূল্যে করোনা প্রতিষেধক দেওয়া নিয়ে। শুধু তাদের কর্মীদের নয়, বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে কর্মীদের পরিবারকেও। দেশজুড়ে প্রত্যেক ওয়ো কর্মীই এই সুবিধা পাবেন।
কর্মীরা এবং তার পরিবার নিজেদের পছন্দমতো টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারেন। তার সমস্ত খরচ বহন করবে সংস্থা। করোনাকালে কর্মীদের জন্য বাড়ানো হয় বীমার সুবিধাও। কতজন কর্মী এই সুবিধা পাবেন তা জানা যায়নি। দেশজুড়ে কতজন কর্মী রয়েছেন তা সংস্থার তরফে জানানো হয়নি। আরও পড়ুন, ‘অমিত শাহর নির্দেশে বহিরাগতরা ভোট লুট করেছে, আমরা আদালতে যাব’, রাজ্যপালকে ফোন করলেন মমতা
ওয়োর মুখ্য মানব সম্পদ অফিসার দীনেশ রামামূর্তি জানান, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কর্মীদের ও তাদের পরিবারের খেয়াল রাখা। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে পেরে আনন্দিত। কর্মীরা যাতে প্রতিষেধক নিয়ে নেয় তাতে উৎসাহ দিচ্ছেন সংস্থার কর্তৃপক্ষ।