মণিপুর ইস্যু নিয়ে সংসদ ভবন চত্বরে রাতভর ধর্নায় দিচ্ছেন দেশের বিরোধী দলের সাংসদরা। মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি থেকে কেন্দ্রের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে INDIA-জোটের সাংসাদরা ধর্নায় বসেছেন। মণিপুর ইস্য়ুতে প্রতিবাদে সোচ্চার হওয়ায় রাজ্যসভায় বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হন আপ সাংসদ সঞ্জয় সিং। রাজ্য়সভার স্পিকার তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শৃঙ্খলাজনিত কারণে সঞ্জয় সিংকে সাসপেন্ড করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদেও রিলে ধর্না চলছে।
দেখুন ভিডিয়ো
All opposition parties are observing all night all day protest outside parliament — protesting against PM’s refusal to make a statement on Manipur in Parliament. MP @ShayarImran recites a nazm for Manipur @AITC_Parliament @derekobrienmp pic.twitter.com/DNvDT77zhi
— Jawhar Sircar (@jawharsircar) July 24, 2023
দেখুন ভিডিয়ো
#WATCH | Delhi | Opposition MPs of the Rajya Sabha continue their sit-in protest over the suspension of AAP MP Sanjay Singh for the current session of the Parliament as well as Manipur issue. pic.twitter.com/zhM8toxfvo
— ANI (@ANI) July 24, 2023
প্রসঙ্গত, গত ৪ মে মণিপুরের কাংকোপি জেলায় ২ কুকি মহিলাকে নগ্ন করে তাঁদের চূড়ান্ত যৌন হেনস্থা করা হয়। গত ৪ মে-র ওই ঘটনা ১৯ জুলাই প্রকাশ্যে আসে। ১৯ জুলাই ২৬ সেকেন্ডের যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা দেখে লজ্জায় মাথায় হেট হয়ে যায় প্রায় গোটা দেশের। বিষয়টি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধীরাও। আরও পড়ুন-মণিপুর নিয়ে সংসদে আলোচনায় তৈরি সরকার, চাপের মুখে লোকসভায় দাঁড়িয়ে বললেন অমিত শাহ
মণিপুরে ২ নগ্ন মহিলাকে চূড়ান্ত যৌন হেনস্থার ঘটনায় পুলিশ আরও ১৪ জন অভিযুক্তকে সনাক্ত করল। ২ মহিলার যৌন হেনস্থার ঘটনায় পুলিশ প্রথমে ৬ জনকে গ্রেফতার করে। বিষয়টি গোটা দেশ জুড়ে উত্তেজনা ছড়ালে পুলিশ পরপর অভিযুক্তদের গ্রেফতারি শুরু করে।
তিন মাস ধরে জ্বলছে মণিপুর (Manipur Violence)। উত্তর পূর্বের এই রাজ্যটির দিক থেকে চোখ ফিরিয়ে থাকতে পারলেই যেন বেঁচে যায় কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত রাজ্যের সমস্ত অন্যায়, দুর্নীতি চোখে পড়ছে বিজেপি সরকারের কেবলই মণিপুর ব্যতীত। সোমবার অগ্নিগর্ভ মণিপুরের (Manipur) উদ্দেশ্যে প্রথমবার ত্রাণ সামগ্রী পাঠাল কেন্দ্রীয় সরকার। ক্ষতবিক্ষত মণিপুরের সাহায্যে আলু, চাল, চিনি সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে রেলের ট্রেন পৌঁছল খোংসাং স্টেশনে (Khongsang Station), ভিডিয়ো শেয়ার করে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Indian Railway Minister Ashwini Vaishnaw)।