
দিল্লি, ১৫ মে: জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) পুলওয়ামায় (Pulwama) ১৫ মে ৩ জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় সেনা বাহিনী (Indian Army)। ত্রালে যখন এনকাউন্টার (Tral Encounter) শুরু হয়, তার আগেই গোপণ সূত্রে খবর পায় সেনা বাহিনী। গোপণ সূত্রে খবর পাওয়ার পর ড্রোন ফুটেজের মাধ্যমে জঙ্গিদের আস্তানা খুঁজে বের করে সেনা। ড্রোন ফুটেজ দেখে বাহিনী যখন এগোতে শুরু করে, সেই সময় জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। জঙ্গিরা গুলি চালাতেই পালটা এনকাউন্টার শুরু হয়। আর তারপরই জইশের ৩ জঙ্গিকে (JEM Terrorist) গুলিতে ঝাঁঝরা করে দেয় বাহিনী।
জইশের ৩ জঙ্গির গোপণ আস্তানার ড্রোন ফুটেজ যখন সেনার হাতে আসে, সেখানে বাসস্টপের কাছে লুকিয়ে থাকতে দেখা যায় জঙ্গিদের। বাসস্টপের কাছে যে আস্তানায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সেখানকার ফুটেজ হাতে পেতেই গোটা অবন্তীপুরার ত্রাল ঘিরে ধরে সেনা বাহিনী গুলি চালাতে শুরু করে। ফলে পাকিস্তানি মদতপুষ্ট জইশের ৩ জঙ্গি নিহত হয় সেনার গুলিতে।
দেখুন কীভাবে লুকিয়ে থাকতে দেখা যায় জঙ্গিদের...
Drone Footage Shows Jaish Terrorists Hiding Moments Before Armed Forces Killed Them | VIDEO#KashmirTerroristAttack #NuclearLeak pic.twitter.com/OvIY375uLZ
— Sanjay Insights (@SanjayInsights) May 15, 2025
ড্রোন ফুটেজে জঙ্গিদের গোপণ ডেরার খোঁজ পেয়ে এনকাউন্টার শুরু হতেই সেই ছবি প্রকাশ্যে আসে। যেখানে সেনা বাহিনীর ভয়ে গোপণ জেরায় ঘাপটি দিয়ে পড়ে থাকতে দেখা যায় জঙ্গিদের।
অপারেশন সিদূঁরের পর থেকে দক্ষিণ কাশ্মীরে পহেলগামের খুনিরা লুকিয়ে রয়েছে বলে জানা যায়। সীমান্তে রাগ জেগে পাহারা দিচ্ছেন ভারতের বীর জওয়ানরা। ফলে সীমান্ত পার করে জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীর ছেড়ে বেরোতে পারেনি বলেই অনুমান। ফলে পহেলগামের হত্যাকারীদের খবর দিতে পারলে কয়েক লক্ষ টাকা উপহার দেওয়া হবে বলে ঘোষণা করে বাহিনী। এখনও খুনিদের খোঁজ না মিললেও, অপারেশন কেলার থেকে অপারেশন নাদের, একের পর এক এনকাউন্টারে জঙ্গি খতম করছে ভারতীয় সেনা।