বৃহস্পতিবার সকালে জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গিকে নিকেষ করে সেনা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রালে (Tral) জইশের ৩ জঙ্গিকে (Terrorist) তাড়িয়ে মারে সেনা। অপারেশন নাদের (Operation Nader) নাম দিয়ে ওই তল্লাশি অভিযান শেষ করে বাহিনী। দক্ষিণ কাশ্মীরের (South Kashmir) পুলওয়ামার (Pulwama Encounter) ত্রালে সেনা বাহিনীর এনকাউন্টার শুরু হয়, তার আগে পরিবারকে ভিডিয়ো কল করে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি আমির নাজ়ির ওয়ানি। ভিডিয়ো কলের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বলে আমির নাজ়ির। যে ভিডিয়ো উঠে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে। প্রসঙ্গত বৃহস্পতিবার অপারেশন ত্রালে ৩ জঙ্গিকে নিকেষ করে সেনা বাহিনী, যাদের চিহ্নিতও করা হয়। আসিফ আহমেদ শেখ, আমির নাজ়ির ওয়ানি এবং ইয়ার আহমেদ ভাট, জইশের এই ৩ জঙ্গিকে শেষ করে বাহিনী। এদের মধ্যে থেকে আমির নাজ়ির ওয়ানিকেই দেখা যায়, এনকাউন্টার শুরুর আগে পরিবারকে ভিডিয়ো কল করতে।
আরও পড়ুন: Operation Nader: বৃহস্পতি সকালে এনকাউন্টার, জইশের ৩ জঙ্গিকে তাড়িয়ে মারল সেনা
এনকাউন্টার শুরুর আগে পরিবারকে ভিডিয়ো কল জইশ জঙ্গির...
Pakistan sponsored Terrorist Aamir Nazir Wani of Jaish e Muhammad calls his family before being killed in a security operation by Indian Army and J&K Police in Tral, Pulwama of South Kashmir. pic.twitter.com/39y8J3lHC1
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)