Jammu And Kashmir Situation (Photo Credit: X/Screengrab)

 দিল্লি, ১৫ মে:  এবার ফের ৩ জঙ্গিকে (Terrorist) ঝাঁঝরা করে দিল বাহিনী (Indian Army)। পুলওয়ামার (Pulwama) নাদের ত্রাল (Nader Tral) এলাকায় বৃহস্পতিবার জইশ-ই-মহম্মদের ৩ জঙ্গিকে উড়িয়ে দেওয়া হয়। নিহত জইশের ৩ জঙ্গিকে চিহ্নিত করা হয়েছে। যাদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজ়ির ওয়ানি এবং ইয়ার আহমেদ ভাট।

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের নাদের ত্রালে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী। জওয়ানদের দেখে পালটা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ফলে তল্লাশি অভিযান পালটে যায় এনকাউন্টারে। অবন্তীপুরার নাদের ত্রাল গ্রাম ঘিরে ধরে এনকাউন্টার শুরু করে সেনা। যার জেরে পরপর ৩ জঙ্গিকে নিকেষ করা হয় বলে খবর।

আরও পড়ুন: Encounter Breaks In Pulwama: দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে জঙ্গিরা, সেনার তল্লাশি শুরু হতেই ধেঁয়ে এল গুলি, পালটা বাহিনীর এনকাউন্টার, পুলওয়ামায় দাপিয়ে বেড়াচ্ছেন জওয়ানরা

জইশের ৩ জঙ্গিকে নিকেষ করলেও, পহেলগামের হামলাকারীদের খোঁজ এখনও মেলেনি। ফলে পহেলগামের জঙ্গিরা এই মুহূর্তে দক্ষিণ কাশ্মীরে রয়েছে কি না, সে বিষয়ে জোরদার খোঁজ শুরু করেছেন জওয়ানরা।