
শ্রীনগর, ১৫ মে: বৃহস্পতিবার সকাল থেকে ফের এনকাউন্টার শুরু হয়েছে জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir)। ১৫ মে সকালে পুলওয়ামার নাদের ত্রাল (Nader Tral) এলাকায় সেনা বাহিনীর গোলাগুলি শুরু হয়। পুলওয়ামার (Pulwama) নাদের ত্রাল এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এমন খবর পাওয়ার পর থেকেই শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, অবন্তীপোরা এলাকা ঘিরে ধরে সেনা বাহিনী। গোটা এলাকা ঘিরে ধরে জঙ্গিদের খোঁজে পরপর গুলি চালাতে শুরু করে বাহিনী। দক্ষিণ কাশ্মীরে এখনও জঙ্গিরা লুকিয়ে রয়েছে। গোপন সূত্রে এমন খবর মেলার পরপরই সেখানে জোরদার তল্লাশি শুরু করে বাহিনী।
জম্মু কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডেলের তরফে ওই খবর পোস্ট করা হয়। যেখানে জঙ্গিদের (Terrorist) বিরুদ্ধে সেনা বাহিনী নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছে বলে খবর মেলে। ওই এলাকায় ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে পুলিশের অনুমান। ওই ২ জঙ্গির খোঁজেই বৃহস্পতি সকাল থেকে বাহিনী দাপিয়ে বেড়ানো শুরু করেছে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে যখন সেনা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে, তখন জওয়ানদের দেখে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। সন্ত্রাসবাদীরা গুলি চালানো শুরু করলেই সেখানে শুরু হয় এনকাউন্টার। এখনও পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি চলছে বলে খবর।
প্রসঙ্গত পহেলগামের জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরের কোনও পাহাড়, জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে জানা যায়। সেই থেকে শুরু হয় তল্লাশি। তবে পহেলগামে নারকীয় হত্যা চালানো জঙ্গিদের খোঁজ মেলেনি এখনও। জঙ্গিদের খোঁজ না পাওয়া গেলেও, তাদের খাবার পৌঁছে দেওয়া এক কাশ্মীরি যুবককে সম্প্রতি দেখতে পায় সেনা। তবে বাহিনীকে দেখার সঙ্গে সঙ্গে ওই যুবক নদীতে ঝাঁপ দেয়। ফলে তার মৃতদেহ পুলিশ পরে উদ্ধার করেবলে জানা যায়।