
নয়াদিল্লিঃ ফের অশান্ত উপত্যকা। রাতভর গুলির (Shot) শব্দ। লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে চলছে অপারেশন (Operation)। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) নাদেরের আওয়ান্তিপোরার ট্রালে শুরু হয়েছে পুলিশ (Police) ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান। কান পাতলেই শোনা যাচ্ছে গুলির আওয়াজ। কাশ্মীর জোন পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে এই এনকাউন্টারের বিষয়টি জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে বলা হয়, "নাদেরের আওয়ান্তিপোরার ট্রালে এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনী অপারেশন চালাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।"
জম্মু কাশ্মীরে শুরু এনকাউন্টার, চলছে অপারেশন
প্রসঙ্গত, বুধে সেনা-জঙ্গির লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ জম্মু কাশ্মীরের সোপিয়ান। জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা, এই খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তারক্ষীরা। এই অভিযানে নিকেশ হয় এক জঙ্গি। ঘিরে ফেয়া হয় গোটা এলাকা। সোপিয়ান জুড়ে চিরুনি তল্লাশি চালানো হয়। অন্যদিকে এদিন সোপিয়ানের বিভিন্ন এলাকায় পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীদের নাম করে পোস্টার পড়ে। এই জঙ্গিদের খুঁজে দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।
ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা, রাতভর তল্লাশি অভিযান, সকালে এনকাউন্টার
J&K | Encounter has started at Nader, Tral area of Awantipora. Police and security forces are on the job. Further details shall follow. pic.twitter.com/ZICOdoXcbX
— ANI (@ANI) May 15, 2025