পুনে:  নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে অথচ বিরোধীরা নেই, এটি একটি  অসম্পূর্ণ কার্যক্রম।  রবিবার নয়াদিল্লিতে নতুন সাংসদ ভবনের  উদ্বোধন অনুষ্ঠান প্রসঙ্গে এসিপি সুপ্রিয়া শুলের সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্য। তিনি বলেন, তিন দিন আগে মেসেজের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় আমরা মর্যাদার প্রত্যাশা করি। এই সরকার অতীতে অনেক বিল পাশ করার সময় বিরোধী নেতাদের ফোন করে  ডাকে তখন আমরা পাশে থেকেছি, কিন্তু এত বড় একটা অনুষ্ঠানের উদ্বোধনের আগে বা পরেও আমাদের ফোন করেনি। এদিনের কার্যক্রমে  লোকসভার স্পিকার ছিলন কিন্তু  রাজ্য সভার প্রধান দেশের উপরাষ্ট্রপতি তিনি উপস্তিত নেই, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আরও পড়ুন : 

দেখুন টুইট