ফের প্রকাশ্য দিবালোকে চলল গুলি। পুনেতে (Pune) দুষ্কৃতি হামলায় মৃত্যু এক যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে ইয়েওয়ালিওয়াড়ির কোন্ধোয়া থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে ঘটনাস্থল ঘিরে তদন্ত চালাচ্ছেন ফরেন্সিক বিভাগের আধিকারিকরা। কোনও গ্যাংওয়ারের কারণে এই হামলা নাকি ব্যক্তিগত কারণে ঘটনাটি ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

পুলিশসূত্রে খবর, মৃত ব্যক্তির নাম গনেশ কালে, পেশায় সে একজন অটোচালক। এদিন সাড়ে ৩টে নাগাদ রাস্তার ধারে অটো দাঁড় করিয়ে তার মধ্যে বসেছিল সে। সেই সময় দুটি বাইকে করে অজ্ঞাত পরিচয়ে যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় বাসিন্দার তড়িঘড়ি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।.

ঘটনাস্থলে চলেছিল ৪ রাউন্ড গুলি

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্তে ১০ জনের একটি টিম গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ৪ রাউন্ড গুলি চলেছিল। যার একটি গুলি গনেশ কালের শরীরে লাগে। আর তাতেই মৃত্যু হয় তাঁর। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সন্ধান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাঁদের নাম, পরিচয় জানা যায়নি।