নতুন দিল্লি, ৪ জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Elections 2025)) লোকসভার জোটসঙ্গী আম আদমী পার্টি (AAP)-কে ছেড়ে কথা বলছে না কংগ্রেস (Congress)। লোকসভায় ইন্ডিয়া জোটের শরিক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অল আউট ঝাঁপাচ্ছে হাত শিবির। নতুন দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত-কে।
আতিশির বিরুদ্ধে অলকা
আর এবার কালকাজি কেন্দ্রে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মারলেনার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করল দিল্লিতে দলের এক নম্বর নেত্রী অলকা লাম্বা-কে। দিল্লিতে দলের দুই বিশ্বস্ত হেভিওয়েটকে দাঁড় করিয়ে কেজরিক বার্তা পাঠাল হাত শিবির।
দেখুন কী বললেন দিল্লির মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা
#WATCH | On her candidature for #DelhiElections from Kalkaji, Congress leader Alka Lamba says "The elections in 2015 and 2020 were like a wave and the number of seats they (AAP) got in Delhi, no one could ever get. But the result is that today, the air in Delhi is poisonous and… pic.twitter.com/GyV9kWA0Gx
— ANI (@ANI) January 4, 2025
কী বললেন অলকা
আতিশির বিরুদ্ধে প্রার্থী হয়ে কংগ্রেস নেত্রী অলকা বললেন, " গত দু'বার দিল্লি বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের পক্ষে বড় হাওয়া ছিল। সেই হাওয়াতে ভর করেই আপ রেকর্ড সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আসে। কিন্তু এবার আর কেজরির কাছে সেই হাওয়া নেই। দিল্লির মানুষের নি:শ্বাস নিতে কষ্ট হয়। দিল্লির দূষণ নিয়ে স্থায়ী সমাধান চাই। সাময়িক সমাধান দিয়ে আর চলবে না। বিজেপি, আপ দুই সরকারই ব্যর্থ। কংগ্রেস পারবে দিল্লিবাসীকে দূষণহীন পরিবেশ থেকে দুর্নীতিমুক্ত প্রশাসন, প্রকৃত উন্নয়ন আনতে।"