নতুন দিল্লি, ১ জুলাই: মান্ডি লোকসভা থেকে ভোটে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)। লোকসভায় কঙ্গনার নতুন ইনিংসের শুরুতে ঝড় তুলছেন তাঁর তীব্র অপছন্দের রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার সংসদে রাহুল গান্ধীর রাখা বক্তব্য গোটা দেশে ঝড় ওঠে। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্যের বেশ কিছু ভিডিয়ো ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অধিবেশন শেষে রাহুলের বক্তব্য নিয়ে সেলেব-সাংসদ কঙ্গনা বলেন, " আমি আগেই বলেছি রাহুল গান্ধী একডন ভাল স্ট্যান্ড আপ কমেডিয়ান। উনি দেশের সব দেব-দেবীদের কংগ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসডর বানিয়েছেন। রাহুল বলেছেন, ভগবান শিবের আশীর্বাদ তোলা হাতটা আসলে কংগ্রেসের হাত। ওর এমন ধরনের বিবৃতি, কথাশুনে আমরা এমনিতেই হাসছি। আমি মনে করি এমন সব মন্তব্যের জন্য ওর ক্ষমা চাওয়া উচিত।"
দেখুন ভিডিয়ো
#WATCH | On Congress MP Rahul Gandhi's speech in Parliament, BJP MP & actor Kangana Ranaut says, "I have said, Rahul Gandhi did a good standup comedian act because he made all our gods and goddesses, brand ambassador of Congress. He said that the hand raised by Lord Shiva in… pic.twitter.com/e67SRhNZjM
— ANI (@ANI) July 1, 2024
প্রসঙ্গত, লোকসভায় এদিন নিজের বক্তব্যের একটা সময় রাহুল গান্ধী বিজেপি সাংসদদের দিকে হাত দেখিয়ে বলেন, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই না। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই কর।” রাহুল গোটা হিন্দু সমাজের অপমান করছেন বলে আপত্তি জানাতে উঠে দাঁড়ান প্রধানমন্ত্রী মোদী। রাহুল তখন গলার স্বর বাড়িয়ে বলেন, " না না না। নরেন্দ্র মোদী পুরো হিন্দু সমাজ নন, বিজেপি পুরো হিন্দু সমাজ নয়, আরএসএস পুরো হিন্দু সমাজ নয়। আমি বলছি বিজেপির কথা, আরএসএস-এর কথা।"