Coronavirus (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৮ ডিসেম্বর: বছর শেষে ফের মাথা ব্যথা বাড়াল করোনা। নয়া প্রজাতি ওমিক্রনের ধাক্কায বেসামাল ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, জার্মানি। এদিকে ভারতেও শুরু হয়েছে সমক্রমণ।দীরে হলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে নিয়ম করে। এর মধ্যে বড়দিন, বর্ষবরণ যেন করোনার মহাযজ্ঞে বিরাট ভূমিকা নিচ্ছে। কেন্দ্রের তরফে রাজ্য প্রশাসনকে সতর্ক করা হলেও সেভাবে যে ফল মিলছে না তা বড় দিনের ভিড়ই বলে দেয়। সে যাইহোক নতুন নিয়মাবলী এনেছে Centers for Disease Control and Prevention বা CDC।তবে করোনা কালেও যাতে নিভৃতবাসের সময় কমানো যায় সেদিকটাও দেখেছে CDC, ওমিক্রনের বাজারে যারা আক্রান্ত তাঁদের নিভৃতবাসে থাকতে হবে ১০ দিন।

অন্যদিকে উপসর্গহীনদের নিভৃতবাসের সময়সীমা ৫দিন করা হয়েছে।উপসর্গহীনরা এই সময় মাস্ক পরে থাকবেন। পরিবারের বাকিদের থেকে দূরে দূরে রাখবেন নিজেকে, যাতে তাঁর থেকে সংক্রমণ অন্যদের মধ্যে ছড়াতে না পারে। তাছাড়া যাঁদের কোভিড টিকা নেওযার পর ছয় মাস কেটে গেছে এবং এখনও বুস্টার নেননি। তাঁরা অবশ্যই পাঁচদিনের নিভৃতবাসে কাটান। মাস্ক পরুন। তাই করোনা আক্রান্তের সংস্পর্শে এলে  নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। তবে বুস্টার নেওয়া লোকজনকে নিভৃতবাসে থাকতে হবে না। যদি উপসর্গ দেখা দেয় তাহলে তাড়াতাড়ি নিভৃতবাসে চলে যান, যতক্ষণ না আপনার কোভিড রিপোর্ট নেগেটিভ আসছে ততক্ষণ নিভৃতবাসেই থাকতে হবে।