Covid Third Wave: ওমিক্রনের কারণে ফেব্রুয়ারিতেই কোভিডের তৃতীয় ঢেউ শীর্ষে উঠতে পারে
COVID-19 Cases in India (Photo: PTI)

নতুন দিল্লি, ১৮ ডিসেম্বর: ওমিক্রন (Omicron) প্রজাতির কারণে ভারতে আগামী বছরের শুরুতে কোভিডের তৃতীয় ঢেউ (Third Wave) শীর্ষে উঠতে পারে। এমনই পূর্বাভাস দিলেন জাতীয় কোভিড সুপারমডেল কমিটির (Covid Supermodel Panel) সদস্যরা। সুপারমডেল কমিটির প্রধান বিদ্যাসাগর (Vidyasagar) বলেন, "ভারতে ওমিক্রনের তৃতীয় ঢেউ আসবে। তবে এটি দ্বিতীয় ঢেউয়ের চেয়ে হালকা হবে। তৃতীয় ঢেউ ভারতে আগামী বছরের শুরুর দিকে আসার সম্ভাবনা রয়েছে। এখন দেশে একটি বৃহৎ আকারের অনাক্রম্যতার কারণে এটি দ্বিতীয় ঢেউয়ের চেয়ে হালকা হওয়া উচিত। তবে, অবশ্যই তৃতীয় ঢেউ আসবে। এই মুহূর্তে, দৈনিক প্রায় সাড়ে সাত হাজার আক্রান্ত হচ্ছেন। ওমিক্রন প্রজাতি ডেল্টাকে স্থানচ্যুত করা শুরু করলে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়তে পারে।"

হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (আইআইটি) অধ্যাপক বিদ্য়াসাগর আরও বলেছেন, "এটা খুবই অসম্ভাব্য যে তৃতীয় ঢেউয়ে বেশি দৈনিক সংক্রমণ দেখতে পাওয়া যাবে। সরকার সাধারণ ভারতীয়দের ১ মার্চ থেকে টিকা দেওয়া শুরু করেছে। ওই সময় ডেল্টা প্রজাতির বাড়বাড়ন্ত শুরু হয়েছিল।" আরও পড়ুন: Covid-19: নবি মুম্বইয়ের স্কুলে ১৬জন পড়ুয়া করোনা পজেটিভ, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্ত বেড়ে ৪০

তিনি আরও বলেছেন যে সেরো-সার্ভে অনুসারে জনসংখ্যার একটি ক্ষুদ্র ভগ্নাংশ রয়ে গেছে, যারা ডেল্টা ভাইরাসের সংস্পর্শে আসেনি। ভারতে প্রাপ্তবয়স্কদের ৮৫ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন। প্রাপ্তবয়স্কদের ৫৫ শতাংশ উভয় ডোজই পেয়েছেন। সুতরাং তৃতীয় ঢেউয়ে আমরা দ্বিতীয় ঢেউয়ের মতো দৈনিক সংক্রমণ দেখতে পাব না। আমরা সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের ক্ষমতাও তৈরি করেছি, তাই ওমিক্রন মোকাবেলা করতে আমাদের সক্ষম হওয়া উচিত।"