শ্রীনগর, ১৪ অক্টোবর; ভূ-স্বর্গের ভোটে বাজিমাত করে মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ন্যাশানাল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আবুদল্লা (Omar Abdullah)। জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়ে ৪৯টি আসনে জিতে মসনদে বসছেন ফারুক আবদুল্লা পুত্র। আগামী বুধবার শ্রীনগরে ভূ-স্বর্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৫৪ বছরের ওমর। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, শরদ পাওয়ার, তেজস্বী যাদব, অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের নেতারা। ২০০৯ সালে প্রথমবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর আবদুল্লা। প্রথম দফায় ৬ বছর মুখ্যমন্ত্রী ছিলেন ওমর। ২০১৫ থেকে তিনি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বাবা ফারুক আবদুল্লা তিন দফায় মোট ১০ বছর মুখ্যমন্ত্রী ছিলেন।
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের চার বছর পর প্রথমবার জম্মু-কাশ্মীরে সরকার গঠিত হতে চলেছে। বিধানসভা গঠিত হওয়ার পরেই জম্মু-কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়েছে।
মাত্র ২৮ বছর বয়সে সাংসদ হয়ে নজির গড়া ওমর আবদুল্লার মন্ত্রিসভায় কারা থাকেন তা নিয়ে জল্পনা। এনসি-র সঙ্গে জোট গড়ে কংগ্রেস মাত্র ৬টি আসন পায়। ওমরের মন্ত্রিসভায় কংগ্রেস কতটা গুরত্ব পায় সেটা দেখার। চার নির্দল বিধায়ক, একটি করে আসনে জেতা সিপিএম ও আপের সমর্থন থাকায় কংগ্রেসকে ছাড়াই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকছে ওমর আবদুল্লার সঙ্গে।
ক'মাস আগে বারামুলা লোকসভা আসনে নির্দল প্রার্থী শেখ আব্দুল রশিদ (রশিদ ইঞ্জিনিয়র)-এর কাছে দু লক্ষাধিক ভোটে হেরেছিলেন ওমর। সেই হারের ধাক্কা কাটিয়ে বিধানসভায় বিপুল ভোটে জিতে মসনদে বসছেন এনসি নেতা।