Vishakapatnam Couple Arrest, Photo Credit: File Image

ভুবনেশ্বর, ২৯ জুন: নেশার জন্য টাকা না পেয়ে, অ্য়াসিড নিয়ে দাদুর উপর হামলা চালাল এক ব্যক্তি। ওড়িশার কেন্দ্রাপাড়ার বালাগান্দি গ্রামে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে মদের জন্য টাকা না পেয়ে দাদুর উপর হামলা চালায় বচর ৩২-এর এক ব্যক্তি। ঘটনার পরপরই নাতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মান্য নায়েক নামে এক বৃদ্ধা।

মান্য নায়েকের অভিযোগ, নাতি নিরঞ্জন মদ খাওয়ার জন্য টাকা চাইলে তাঁর স্বামী জগবন্ধু দিতে অস্বীকার করেন। এরপর রাগের চোটে দাদুর উপর অ্যাসিড ছুড়ে দেয় নিরঞ্জন। জখম অবস্থায় জগবন্ধু নায়েককে কেন্দ্রাপাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক। নিরঞ্জন নায়েকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।

গ্রেফতারির পর নিরঞ্জন নায়েককে আদালতে তোলা হলে, বিচারক তাকে জামিন দিতেও অস্বীকার করে।