
নয়াদিল্লিঃ দুপুরে জমিয়ে ডিমের (Egg) ঝোল দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে হয়েছিল। সেই মতো স্ত্রীকে (Wife) তা রাঁধতেওঁ বলা হয়। কিন্তু স্ত্রী ডিমের কারি রেঁধে না রাখায় রেগে লালা। রাগের বশে স্ত্রীর মাথায় পাইপের আঘাত। মৃত্যু স্ত্রীর। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ধৃত ব্যক্তির নাম লামা বাসকি। বয়স ৫২ বছর। তার স্ত্রীর নাম বাসন্তী। ময়ূরভঞ্জের বাড়িতে স্ত্রীকে নিয়েই থাকত লামা। এদিন ফোন কওরে স্ত্রীকে ডিমের কারি রাঁধতে বলে সে। কিন্তু বাড়ি ফিরে দেখেন সাধের ডিমের কারি রাঁধেননি স্ত্রী। আর তাতেই চটে লামা।
স্ত্রীকে খুন স্বামীর, গ্রেফতার অভিযুক্ত
স্ত্রীর সঙ্গে শুরু হয় বচসা। আর সেই বচসা চরমে পৌঁছলে স্ত্রী বাসন্তীর মাথার পিছনে আঘাত করে লামা। সঙ্গে সঙ্গে রক্তপাত হয়। মৃত্যু হয় বাসন্তীর। এরপরই খুনের দায়ে গ্রেফতার করা হয় লামাকে। উদালা থানার পুলিশ অফিসার বনমালী বনিক জানিয়েছেন, পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে লামা। তার বিরুদ্ধে খুন, বধূ নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
লাঞ্চে চাই ডিমের কারি, ইচ্ছেপূরণ না হওয়ায় স্ত্রীকে খুন
Odisha Man Kills Wife For Not Serving Egg Curry In Lunchhttps://t.co/1Pgka8Q2L0 pic.twitter.com/iyay7xj9aN
— NDTV (@ndtv) June 3, 2025