Photo Credits: FB

ভুবনেশ্বর: অক্লান্ত চেষ্টা করেও শেষ রক্ষা আর করতে পারলেন না চিকিৎসকরা। ভুবনেশ্বরের (Bhubaneswar) হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসের (Odisha Health Minister Naba Das)। রবিবার সকালেই আচমকা ঝাড়সুগদায় (Jharsuguda) ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে এক পুলিশকর্মীর (policeman) গুলি (bullet) মারার ঘটনা শুনেই হতবাক হয়ে পড়েছিল দেশের মানুষ।

সঙ্গে সঙ্গে ওড়িশার প্রশাসন নব দাসকে ঝাড়সুগদার হাসপাতাল থেকে ভুবনেশ্বরে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে চিকিৎসার জন্য। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক হাসপাতালে গিয়ে নব দাসের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন চিকিৎসকদের সঙ্গে। নব দাসের ছেলের সঙ্গে দেখা করে কথাও বলেন। কিন্তু, সন্ধ্যার সময় চিকিৎসকদের সবরকম চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাস।

এই খবরটি পাওয়ার পরেই শোকাহত হয়ে পড়েন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (CM Naveen Patnaik)। নিজের মন্ত্রিসভার সদস্য নব দাসের মৃত্যু প্রসঙ্গে জানান, নব দাসের মৃত্যু আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা। উনি সরকার ও দলের কাছে সম্পদ ছিলেন। তাঁর মৃত্যুতে ওড়িশার খুব বড় ক্ষতি (loss) হয়ে গেল।