ভুবনেশ্বর, ২৯ মার্চ: সপ্তম পে কমিশনে (7th Pay Commission ) কর্মীদের ২০ শতাংশ বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য অর্থ দপ্তরকে নির্দেশ দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে খবর, এর ফলে প্রায় চার লক্ষ রাজ্যসরকারি কর্মচারী উপকৃত হবেন। কর্মচারীরা সপ্তম পে কমিশনের অধীনে সমস্ত বকেয়ার ২৯ শতাংশ পেয়ে যাবেন। চলতি মাসের বেতনেই মিটবে বকেয়া। এরজন্য ৮৫০ কোটি টাকা খরচ করছে ওড়িশা সরকার।আরও পড়ুন- Tina Dabi Engaged: এই বৈশাখেই বিয়ে করছেন আইএএস অফিসার টিনা দাবি, পাত্র কে জানেন?
চলতি মাসেই কেন্দ্রের বিজেপি সরকার ঘোষণা করেছে যে মার্চে কর্মীদের মহার্ঘ্যভাকা ৩ শতাংশ বাড়ানো হবে। এখন কেন্দ্র সরকারি কর্মচারীরা ৩১ শতাংশ মহার্ঘ্য ভাতা পেয়ে থাকেন। নতুন ঘোষণা অনুযায়ী সেই মহার্ঘ্যভাতা বেড়ে হবে ৩৪ শতাংশ।
পড়ুন টুইট
CM @Naveen_Odisha has directed to release the balance of 20% arrear to state government employees arising out of pay revision as per recommendations of the 7th Pay Commission. This decision will benefit more than 4 lakh employees. pic.twitter.com/HDVunqjpJj
— CMO Odisha (@CMO_Odisha) March 29, 2022