Draupadi Murmu And PM Narendra Modi (Photo: Twitter)

নতুন দিল্লি, ২২ জুন: প্রথমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি, তারপর ওডিশার নবীন পট্টনায়েক। ওয়াইএসআর কংগ্রেসের পর এবার বিজু জনতা দল। এনডিএ-র বাইরে থাকা দুই রাজ্যের দুই শাসক দলের সমর্থন পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে নিশ্চিত জয়ের পথে এগিয়ে গেলেন দ্রৌপদী মুর্মু। আজ, বুধবার দুপুরে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক টুইট করে দলীয় সাংসদ, বিধায়কদের নির্দেশ দিলেন, পার্টি লাইনের উর্ধ্বে উঠে ওডিশার কন্যা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে সমর্থন করতে। নবীন পট্টনায়েকের মন্ত্রিসভায় একটা সময় সদস্য ছিলেন সেই সময়ের বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু। ওডিশা থেকে এই প্রথম কেউ রাষ্ট্রপতি হতে চলেছেন। তাই ওডিশায় বিজেপি প্রধান বিরোধী দল হলেও, রাষ্ট্রপতি নির্বাচনে পদ্ম-র প্রার্থীকে ঘরের মেয়ে বলে স্বাভাবিকভাবেই সমর্থনের বাড়িয়ে দিল বিজু জনতা দল।

ফলে আগামী ১৮ জুলই হতে চলা রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা-র বিরুদ্ধে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকেই ভোট দেবেন বিজেডি বিধায়ক, সাংসদরা। আরও পড়ুন: যদি একজনও বিধায়ক না চান, তবে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব: উদ্ধব ঠাকরে

দেখুন টুইট

রাষ্ট্রপতি নির্বাচনে ৪৯ শতাংশ ভোট আছে এনডিএ-র কাছে।  ফলে দ্রৌপদীর জয় নিশ্চিত করতে আরও অন্তত দু  শতাংস এনডিএ-র বাইরের দলের সমর্থন প্রয়োজন দ্রৌপদী-র। এবার এনডিএ-র বাইরের দুই দলের সমর্থন পেয়ে আরও ৫ শতাংশ ভোট নিশ্চিত করলেন দ্রৌপদী মুর্মু। টিআরএস, আম আদমি পার্টি, অকালি দল, বিএসপি এখনও জানায়নি তারা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কাকে সমর্থন করছে।