ভূবনেশ্বর, ৩১ অগাস্টঃ ওড়িশায় (Odisha) রুদ্ধশ্বাস গতিতে বাড়ছে বার্ড ফ্লু-র (Bird Flu) সংক্রমণ। ওড়িশায় বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার H5N1 গোত্রের স্ট্রেন ধরা পড়েছে। পুরী জেলার পিপিলি এলাকায় এর সাংঘাতিক প্রকোপ দেখা গিয়েছে। সেখানকার বেশ কয়েকটি পোলট্রি ফার্মে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। সংক্রমণ রুখতে ইতিমধ্যে প্রায় ৫ হাজার সংক্রমিত মুরগি মেরে ফেলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে মুরগির মাংস (Chicken) খাওয়া থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে বলা হচ্ছে। শনিবার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সুলোচনা দাস রাজ্যবাসীকে কিছু দিনের জন্যে মুরগির মাংস না খাওয়ার অনুরোধ করেছেন।
পড়শি রাজ্যে বার্ড ফ্লু-র (Bird Flu) বাড়বাড়ন্ত দেখে আতঙ্কিত পশ্চিমবঙ্গ (West Bengal)। সংক্রমণ যাতে রাজ্যে ছড়িয়ে না পড়ে সেদিক বিচার করে আপাতত ওড়িশার সঙ্গে পোলট্রি ব্যবসার যাবতীয় সম্পর্ক সাময়িক ভাবে ছিন্ন করেছে বাংলা। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার জানান, ওড়িশার বার্ড ফ্লু এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কিন্তু তা সত্ত্বেও আগাম সতর্কতা অবলম্বন করে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
ওড়িশায় বার্ড ফ্লুর (Odisha Bird Flu) সংক্রমণ রুখতে রাজ্যের সব জেলাগুলোকে সতর্ক করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ইনফ্লুয়েঞ্জা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে ওড়িশা স্বাস্থ্য দফতর। তবে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা বিনয়কুমার মহাপাত্র জানিয়েছেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার মতো পর্যায় এখনও পৌঁছয়নি বার্ড ফ্লু (Bird Flu)।