নিজের স্ত্রীয়ের মাথা থেঁতলে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। নৃশংস এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) গদগে। গত বুধবার ঘটনাটি ঘটেছে গদগ গ্রামীণ থানা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি উত্তর-পশ্চিম কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কনডাক্টর। তাঁর থেকে উদ্ধার হয়েছে একটি রক্তাক্ত ছুরি। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা একটি পাথর। দুটোই ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পাথরবাটি দিয়ে হামলা করা হয়
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গতকাল বিকেলের দিকে বছর ৩৭-এর স্বাতী ওরফে ইয়েল্লেম্মার সঙ্গে তাঁর স্বামী রমেশের দাম্পত্য কলহ হয়। সেই ঝামেলার মধ্যেই স্বাতী ডাইনিং হল ছেড়ে শোবার ঘরে যাচ্ছিলেন। তখনই রমেশ পেছন থেকে একটি মশালা বাটার পাথরবাটি দিয়ে তাঁর মাথা্য় আঘাত করে। তারপর রাগের মাথায় ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপ দিতে থাকে। এই হামলায় ঘটনাস্থলেই স্বাতীর মৃত্যু হয়। জানা যাচ্ছে, আগেও স্ত্রীকে খুনের চেষ্টা করেছিল অভিযুক্ত।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে
প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় রমেশকে। তদন্তে জানা যাচ্ছে, রমেশ সন্দেহ করত তাঁর স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে। সেই নিয়ে হামেশাই তাঁদের মধ্যে ঝামেলা লাগত।