Representational Image (Photo Credit: X)

দিল্লি, ২৪ মার্চ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহোদিতে সরকারি হাসপাতালের এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠল। ধর্ষণের পর ওই নার্সের (Nurse) ভিডিয়ো এবং ছবি রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। নার্সকে ধর্ষণের পর তাঁর ছবি, ভিডিয়ো ছড়ানোর হুমকি দিয়ে অর্থ হড়পের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি নার্সকে ধর্ষণের পর তাঁকে ব্ল্যাকমেইল শুরু করে। শুধুমাত্র অর্থ হড়পের চেষ্টায় ক্রমাগত ওই নার্সকে ব্ল্যাক মেইল করা হয় বলে অভিযোগ।

রিপোর্টে প্রকাশ, প্রথমে সূরজ কুমার গৌতম নামে  এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে নার্সকে ধর্ষণ, ভিডিয়ো ছড়ানোর হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে। সূরয কুমার গৌতমের পাশাপাশি ধীরজ মৌর্য এবং বিনোদ মৌর্য নামে আরও ২ ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে খবর।

পুলিশ সূত্রে খবর, সূরজ কুমার গৌতমের সঙ্গে ওই নার্সের সম্পর্ক ছিল বেশ কয়েক বছর আগে। সম্পর্কের সময় সূরজ প্রেমিকার অশালীন ভিডিয়ো এবং ছবি রেকর্ড করে রাখে। বিচ্ছেদের পর ওই ছবি এবং ভিডিয়ো দেখিয়ে ক্রমাগত সূরজ কুমার গৌতম ব্ল্যাকমেইল চালয়ে যায় বলে খবর।

ঘটনা জানাজানি হতেই ওই নার্সের বাবা পুলিশের দ্বারস্থ হন। তাঁর মেয়েকে ধর্ষণের পর এবার ক্রমাগত ব্ল্যাকমেইল করা হচ্ছে বলে  পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ খোঁজ শুরু করেছে। তবে সূরজ এবং তার দুই সঙ্গীর খোঁজ এখনও মেলেনি বলে পুলিশের তরফে জানানো হয়।