লখনউ, ১৯ অগাস্ট: 'গেরুয়া পোশাক পরে আমিষ খাবার (Non-Veg Eater) খেতে এসেছ? গেরুয়া পোশাকের অপমান করছ?' এমনই প্রশ্ন করে পরপর থাপ্পড় মারা হল এক ব্যক্তিকে। গেরুয়া পোশাক পরিহিত ওই ব্যক্তির পাশের জনকেও ধমকে, চমকে দেওয়া হল। এবার উত্তরপ্রদেশের লখনউতে এমনই একটি ঘটনা ঘটে গেল। যেখানে গেরুয়া পোশাক পর ২ ব্যক্তি একটি ধাবায় হাজির হন। ওই পোশাকেই তাঁরা আমিষ খাবার খান। নিরামিষের (Veg Food) জায়গায় কেন তাঁরা আমিষ খাবার খেলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় ওই ব্যক্তির তরফে। এরপর হঠাৎ রেগে গিয়ে ওই ব্যক্তি চড়, থাপ্পড় মারতে শুরু করেন গেরুয়া পোশাক পরা ব্যক্তিকে। লখনউ (Lucknow) থেকে এবার এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এলে, তা নিয়ে জোর শোরগোল শুরু হয়।
গেরুয়া পোশাক পরে ধাবায় ঢুকে কেন আমিষ খেলেন ওই ২ জন, তা নিয়ে বহু মানুষ প্রশ্ন তোলেন। তবে খাবার নিয়ে কেন এত রাখঢাক বর্তমানে শুরু হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন বহু মানুষ।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ওই ভিডিয়ো (Viral Video) ছড়ালে, তা নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়। কেউ বলেন, নীতি পুলিশরা আবার হাজির হয়েছে। আবার কেউ প্রশ্ন করেন, আমিষ খাবার নিয়ে কেন মানুষের এত সমস্যা? কেউ বলতে শুরু করেন, এই সমস্ত মানুষই হিন্দু ধর্মের বদনাম করেন। কেউ বলেন, গোটা দেশ রং নিয়ে খেলছে। রংয়ের নাম করে মানুষকে বোকা বানাচ্ছে।
সনকিছু মিলিয়ে গেরুয়া পোশাক পরা ব্যক্তির আমিষ খাওয়া দেখে যেমন তাঁকে অপমান, অপদস্ত করা হয়। তেমনি গেরুয়া পোশাক পরলে কেন কেউ আমিষ খেতে পারবেন না, তা নিয়েও প্রশ্ন তোলা হয় বহু। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত বিতর্ক শুরু হয়।
দেখুন গেরুয়া পোশাক পরা ব্যক্তি আমিষ খাওয়ায় কীভাবে তাঁদের মারধর করা হয়...
"Bhagva pehan ke non-veg khane Aaye Ho? Public ko chutiya bana ke Paisa aith rahe ho ki nahi."
Two people were having dinner at a dhaba in Lucknow, Uttar Pradesh. One of them, Dinesh Sharma, was sporting saffron attire and allegedly consuming non-veg food. This irked another… pic.twitter.com/RY3xihkufu
— Piyush Rai (@Benarasiyaa) August 19, 2025
ঘটনা নিয়ে বিতর্ক শুরু হলে, গোসাইগঞ্জ থানার তরফে পদক্ষেপ করা হয়। অভিযুক্ত ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।
দেখুন কী জানানো হল পুলিশের তরফে...
प्रकरण में थाना गोसाईगंज पुलिस द्वारा आरोपी युवक को गिरफ्तार कर निरोधात्मक कार्यवाही अमल में लायी गयी है ।
— LUCKNOW POLICE (@lkopolice) August 19, 2025