প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পর্যাপ্ত মাত্রায় বিভিন্ন দেশে বাসমতী ভিন্ন চাল পাঠানোর ক্ষেত্রে মিলল অনুমতি।যে দেশগুলিতে চাল পাঠানোর ক্ষেত্রে অনুমোদন মিলেছে সেগুলি হল নেপাল, ক্যামেরুন, কোটে ডিআইভরি, রিপাবলিক অফ গুয়েনা, মালয়েশিয়া সেইচেলেস এবং, ফিলিপিন্সের মত দেশ।

ন্যাশন্যাল কর্পোরেটিভ এক্সপোর্ট লিমিটেডের মাধ্যমে এই ভিন্ন দেশে চাল পাঠানোর ক্ষেত্রে এই অনুমতি দেওয়া হয়েছে। এর আগে শুধুমাত্র আরব এমিরাত এবং সিঙ্গাপুরে এই চাল পাঠানোর অনুমোদন ছিল।

পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, বাসমতী ভিন্ন চাল আমদানীর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাহক ভারতের। এছাড়া অন্যান্য যে দেশে চাল পাঠানো হবে সেগুলি হল, নেপাল, বাংলাদেশ, কোটেডিআইভরি, ইউএই, মাদাগাস্কার, ক্যামেরুন, সোমালিয়া, সেনেগাল, গুয়েনা, ভিয়েতনাম, মালয়েশিয়া প্রভৃতি।

গত সপ্তাহেই সেদ্ধ চালের ক্ষেত্রে ২০ শতাংশ রপ্তানি চার্জ চাপানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম।২০২২ সালের সেপ্টেমবর মাসে ভাঙা চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এছাড়া বাসমতী ভিন্ন চালে ২০ শতাঁংশ রপ্তানি চার্জও বসানো হয়। শস্যের কম ফলনের আশাঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।