নয়াদিল্লিঃ রাস্তায় চলতে চলতে হাঁপিয়ে গেলে গলা ভেজানোর অন্যতম উপায় হল শরবত (Juice)। আর তা যদি হয় গরমের দিন তাহলে তো আর কথাই নেই, শরবতের চাহিদা তুঙ্গে ওঠে। তবে এ বার এই শরবতকে কেন্দ্র করে ঘটে গেল এক ঘটনা। শরবতে থুতু মেশানোর অভিযোগে দু'জনকে গ্রেফতার করল পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে নয়ডার (Noida) সেক্টর ১২-এর চৌখান্দি গ্রামের একটি শরবতের দোকানে। শনিবার সন্ধ্যায় সতীশ ভাটিয়া নামে এক ব্যাক্তি এই দোকানে শরবত পান করতে যান। এরপরই রবিবার সকালে স্থানীয় ফেজ ৩ থানায় একটি এফআইআর দায়ের তিনি। তাঁর অভিযোগ শরবতে থুতু মেশানো হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে - জামশেদ (৩০) এবং সোনু ওরফে সাহাবে আলমকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩A(১)(b) (জনসাধারণের শান্তিতে বিঘ্ন ঘটানো), ২৭০ (বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়ানোর মারাত্মক কাজ) এবং ৩৪ (সাধারণ অভিপ্রায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিক ব্যক্তি দ্বারা করা কাজ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। কতদিন ধরে এবং কেন এই ধরনের কাজ করতেন এই দুই অভিযুক্ত তা খতিয়ে দেখছেন নয়ডার ফেজ ৩ থানার পুলিশ।
2 Held In Noida Over Selling Juice Contaminated With Spit: Cops https://t.co/2FzDWuXceV
— NDTV (@ndtv) June 17, 2024