Bomb Threat on Air India Flight (Photo Credit: X)

গত বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) তদন্ত এখনও জারি রয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে এখনও বিস্তর ধোঁয়াশা রয়েছে। ঘটনাটি ঘটার দু’দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ বিমান থেকে উদ্ধার করা হয়েছিল ব্ল্যাক বক্স। সেটি খতিয়ে দেখলেই বোঝা যাবে দুর্ঘটনার আসল কারণ। ব্ল্যাক বক্সটি খতিয়ে দেখছে এএআইবি-র তদন্তকারী দল। সেই সঙ্গে বিমানে কোনও সমস্যা ছিল কিনা, তাও থতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন একটি প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়ে দেন, লন্ডনগামী বোয়িং ৭৮৭ বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না।

রুটিন চেকআপ সফলভাবে হয়েছিল

তিনি এদিন বলেন, “বিমানটি নিয়মমাফিক ভাবেই রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল। ২০২৩ সালের জুনে বড় পরীক্ষা করা হয়েছিল এবং ২০২৫-এর ডিসেম্বরে আগামী পরীক্ষা করা হত। ডান ইঞ্জিন মার্চ ২০২৫-এ পরীক্ষা করা হয়েছিল এবং বাম ইঞ্জিন এপ্রিল ২০২৫-এ পরীক্ষা করা হয়েছিল। বিমান ও ইঞ্জিন দুটোই নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হত। ঘটনার দিনও উড়ানে আগে রুটিন চেকআপ করা হয়। এই তথ্যগুলি ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। দুর্ঘটনার সময় কী হয়ছিল, সেটা আগামীদিনে তদন্ত করে জানা যাবে”।

দেখুন পোস্ট

৩৩ টি বিমান পরীক্ষা করা হচ্ছে

ক্যাম্পবেল উইলসন আপও বলেন, “ঘটনার পর থেকে অর্থাৎ ১৪ জুন ডিজিসিএ-র নির্দেশে আমরা ৩৩টি বোয়িং ৭৮৭ বিমানকে পুণরায় পরীক্ষা শুরু করেছি। এরমধ্যেই ২৬টি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এগুলি পরিষেবা দেওয়ার জন্য সমস্ত মাপকাঠি সফলভাবে পার করেছে। বাকি বিমানগুলি এখনও পর্যবেক্ষণে রয়েছে। পরীক্ষা হলে সেগুলি পরিষেবা দেওয়ার জন্য কাজ শুরু হবে”।