File Image (Photo Credits: IANS)

বেঙ্গালুরু, ২৯ জানুয়ারি: কর্ণাটকে (Karnataka) করোনা (Covid-19) সংক্রমণ কমের দিকে যেতেই বেশ কিছু বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। যদিও কর্ণাটকে দৈনিক সংক্রমণ এখনও ৩১ হাজারের উপর। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৮ হাজারেরও বেশি। এরপরেও আগামী ৩১ জানুয়ারি, সোমবার থেকে কর্ণাটকে নাইট কার্ফু তুলে নেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হচ্ছে।

বেঙ্গালুরুতে সোমবার থেকেই প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল খুলছে। খুলে যাচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। হোটেল, বার-পাব, সিনেমা হলও ৫০ শতাংশ ভর্তি রাখা যাওয়ার শর্তে খোলার অনুমতি দেওয়া হয়েছে। বিয়েবাড়ি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সর্বোচ্চ ২০০ জনকে নিয়ে আয়োজন করার অনুমতিও দেওয়া হয়েছে। আরও পড়ুন: 

কোভিড থেকে সেরে উঠে ৩ ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি

বিভিন্ন ধর্মীয় স্থান, স্টেডিয়াম ,স্পোর্টস কমপ্লেক্সও শর্তসাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সব জায়গাতেই মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার সহ যাবতীয় কোভিড বিধি মেনে চলা আবশ্যিক রাখা হয়েছে। মহারাষ্ট্র, গোয়া, কেরলের মত কোভিড সংক্রমণ বেশি থাকা রাজ্য থেকে এলে কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।