বেঙ্গালুরু, ১৬ মে: ডিকে শিবকুমার (DK Shivkumar) নাকি সিদ্দারামাইয়া (
Siddaramaiah)? কর্ণাটকে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আজও কোনও সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। তিন দিন গড়াল করর্ণাটকের মসনদ নিয়ে টানটান নাটক। দিল্লিতে দলীয় শীর্ষ নেতৃত্বের দফায় দফায় বৈঠকের পরেও ঠিক করা গেল না কর্ণাটকের কুর্সি কাকে দেওয়া হবে। সূত্রের খবর আগামীকাল, বুধবার সন্ধ্যার পর মুখ্যমন্ত্রী পদে কে তা ঘোষণা করে হবে বেঙ্গালুরুতে। তার আগে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে। সূত্রের খবর, সিদ্দারামাইয়াই মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন। আড়াই বছর করে দু'জন মুখ্যমন্ত্রীর ফর্মুলায় রাজি নয় হাইকমান্ড।
আজ, মঙ্গলবার দুপুরে দিল্লিতে এসে মল্লিকার্জুন কাড়গের সঙ্গে কথা বলেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি শিবকুমার। গতকাল, সন্ধ্যায় দিল্লি সফর বাতিল করেন তিনি। এদিন, শিবকুমারের গলায় দিল্লি ছাড়ার সময় অভিমান ধরা পড়লেও প্রত্যয়ী শোনায়। মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে নানা ভিত্তিহীন খবরে ক্ষুব্ধ শিবকুমার। কর্ণাটক কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর রটানোর কারণে বিরক্ত তিনি। আরও পড়ুন-এবার সপ্তাহে ৬দিন সাধারণের জন্য খুলছে রাষ্ট্রপতি ভবনের দরজা
দেখুন টুইট
No final decision yet on the CM post in Karnataka. Congress President has met all the stakeholders. Now the final decision will be taken by him in consultation with Rahul Gandhi and Sonia Gandhi. The announcement can be delayed until tomorrow and announcement can be made in…
— ANI (@ANI) May 16, 2023
এমনকি সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। এবং জানান, 'এই দল আমার মা। কর্ণাটকে এই দলকে আমি গড়ে তুলেছি। আমার দল, এমএলএ এবং হাইকমান্ড এখানে রয়েছেন' বলে জানান তিনি।