লখনউ: 'অসহায় মানুষদের সাহায্য করতে দেরি করবেন না।' বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সরকারি কর্মচারীদের (Government officials) হুঁশিয়ারি (Warns) দিয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)।
বৃহস্পতিবার লখনউয়ে (Lucknow) অবস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত জনতা দর্শনে (Janata Darshan) ১৮০ জন মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ। তারপরই সরকারি আধিকারিকদের বলেন, মানুষের সমস্যার বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের সমস্যা সমাধানের বিষয়ে তৎপর হতে হবে। অসহায় মানুষদের (Needy People) সাহায্য করার বিষয়ে কোনও অবহেলা সহ্য করা হবে না। যদি এই বিষয়ে কোনও অবহেলার খবর পাওয়া যায় তাহলে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবনে আসা সাধারণ মানুষদের সমস্যা ও অভিযোগের কথা শোনেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের তাঁদের সমস্যাগুলির যথাযথ সমাধান করার নির্দেশ দেন। পাশাপাশি প্রতিটি মানুষকে তাঁদের সমস্যার সমাধানের বিষয়ে সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এই বিষয়ে তাঁর কাছে আসা প্রতিটি আবেদনপত্র আধিকারিকদের দিয়ে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন।
জানা গেছে, জনতা দর্শনে আসা অনেক মানুষ যোগী আদিত্যনাথের কাছে জটিল রোগের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চান। তাঁদের আবেদন শোনার পর মুখ্যমন্ত্রী যোগী আধিকারিকদের সমস্ত বিষয় জেনে এর জন্য প্রয়োজনীয় অর্থ সরকারের তরফে যা দেওয়া সম্ভব তা দেওয়ার নির্দেশ দেন। আরও পড়ুন: Manipur Violence: ক্রমশ স্বাভাবিক হচ্ছে মণিপুর, মোতায়েন ৩৫ হাজার নিরাপত্তারক্ষী, বলছে সূত্র