Representative Image. (Photo Credits: X)

আগামী জুলাইয়ে শুরু হতে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক্সে খেলার যোগ্যতা করলেন ভারতের তারকা বক্সার নিশান্ত দেব (Nishant Dev)। সম্প্রতি ৭১ কেজি বিভাগে বিশ্ব বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জয়ী নিশান্ত এদিন ব্যাঙ্ককে আয়োজিত অলিম্পিকের কোয়ালিফায়ার টুর্নামেন্টে মলদোভার বক্সারকে ৫৬-০ হারিয়ে সেমিফাইনালে উঠে প্যারিস অলিম্পিকের টিকিট কাটলেন। এর আগে ভারতের তিন মহিলা বক্সার প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতাঅর্জন করেছেন। ১৬ বছর পর অলিম্পিকে পুরুষদের বক্সিংয়ে ভারতের পদক খরা কাটাতে হরিয়ানার কার্নালের ২৩ বছরের ছেলে নিশান্ত-কে অনেকেই দেশের সেরা বাজি ধরছেন।

২০০৮ বেজিং অলিম্পিকে বিজেন্দর সিং, ২০১২ লন্ডন অলিম্পিকে মেরি কম, ২০২০ টোকিও অলিম্পিকে লভলিনা বোরগোহান --তিনটি অলিম্পিকে বক্সিং থেকে পদক জিতেছিল ভারত। তিনটি পদকই ছিল ব্রোঞ্জ। ইতিহাস গড়ে দেশের প্রথম বক্সার হিসেবে ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দর সিং। এরপর ২০১২ লন্ডন অলিম্পিকে প্রথম মহিলা বক্সার হিসেবে পদক জেতেন মেরি কম। এরপর ২০২১ সালে হওয়া টোকিও অলিম্পিকে অসমের মেয়ে লভলিনা ব্রোঞ্জ জিতে নজির গড়েছিলেন। আরও পড়ুন-তাপপ্রবাহকে 'জাতীয় বিপর্যয়' ঘোষণা করা হোক, জানাল রাজস্থান হাইকোর্ট

দেখুন খবরটি

এবার প্যারিস অলিম্পিক্সে বক্সিং থেকে বড় প্রত্যাশা রয়েছে ভারতের। কারণ সাম্প্রতিককালে বক্সিংয়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বড় সাফল্য পাচ্ছে ভারত।