Photo Credits: ANI

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশের মাটিতে পশ্চিমি সংবাদমাধ্যমকে একহাত নিলেন। পশ্চিমাদের ভারতের বিষয়ে যে নেতিবাচক মনোভাব তার বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, "আমি মনে করি প্রশ্নের উত্তর নিহিত রয়েছে সেইসব বিনিয়োগকারীদের মধ্যে যারা ভারতে আসছেন, এবং কেউ যদি বিনিযোগ নিতে আগ্রহী হয়, আমি তাদের শুধুমাত্র বলব,  আসুন ভারতে এসে দেখে যান কি হচ্ছে।

তাদের কথা শুনে নয় যারা গ্রাউন্ডে একবারও আসেননি অথচ রিপোর্ট তৈরি করেন"। PIIE র প্রেসিডেন্টের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান দেশের অর্থমন্ত্রী।

রবিবার ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ইন্টারন্যাশন্যাল মনিটরি ফান্ড এবং অন্যান্য G20  স্প্রিং মিটিংয়ের আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন পৌছেছেন দেশের অর্থমন্ত্রী।