Nirbhaya Case Convicts Likely to be Hanged: আগামী ১৬ ডিসেম্বর হতে পারে নির্ভয়াকাণ্ডে ৪ অভিযুক্তের ফাঁসি, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে ফাঁসুড়ে, তিহার জেলে চলছে প্রস্তুতি
নির্ভয়াকাণ্ডে ৪ অভিযুক্ত (Photo Credits: File Image)

নতুন দিল্লি, ১২ ডিসেম্বর: দিল্লির তিহার জেলে (Delhi Tihar Jail) চলছে নির্ভয়াকাণ্ডে (Nirbhaya Rape and Murder Case) ৪ অভিযুক্তের ফাঁসির প্রস্তুতি। আগামী ১৬ ডিসেম্বর হতে পারে ফাঁসি। এই ১৬ ডিসেম্বর, ২০১২ তেই নির্ভয়াকে দিল্লির রাজপথে নৃশংসভাবে অত্যাচার, নিপীড়ন ও ধর্ষণ করা হয়। নির্ভয়া গণধর্ষণকাণ্ডের প্রায় ৭ বছর হয়ে গেছে। ফাঁসির সাজা শোনানো হলেও এখনও ফাঁসি না হওয়ায় দেশজুড়ে চলতে থাকে বিক্ষোভ। পরপর ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে দেশবাসী।

নির্ভয়ার বাবা বদ্রীনাথবাবু জানান এখনও পর্যন্ত ফাঁসির খবর তিনি পাননি। আগামীকাল এই বিষয়ে একটি রিপোর্ট আসতে চলেছে। তবে এরকম কিছু ঘটলে সত্যিই খুশি হবেন বলে তিনি জানিয়েছেন। এই ৪ অভিযুক্ত ২০১২-য় চিকিৎসার ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার করেছিল। তারা যথাক্রমে, পবন গুপ্তা, অক্ষয় ঠাকুর, মুকেশ সিং এবং বিনয় শর্মা। এনডিটিভি-র খবর অনুযায়ী, এদের ফাঁসির জন্য বিহারের (Bihar) বক্সার জেল (Buxar Jail) থেকে ফাঁসির দড়ি আসছে। শোনা যাচ্ছে আফজল গুরুর ফাঁসুড়েদেরই (Hangmen) নিয়ে আসা হচ্ছে। আরও পড়ুন, হায়দরাবাদ এনকাউন্টারের তদন্তে প্যানেল গঠন সুপ্রিম কোর্টের, ৬ মাসের মধ্যে দিতে হবে রিপোর্ট

খবর অনুযায়ী, দিল্লির তিহার জেল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে তিনজন ফাঁসুড়েকে আনার প্রস্তাব দিয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার (Anand Kumar) সংবাদমাধ্যমকে জানিয়ে দেয় তারা ফাঁসুড়ে দিতে প্রস্তুত।